• December 10, 2024

মাটিরাঙ্গা বিএনপি কার্যালয় ভাংচুর ও মারধর করার নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার: মাটিরাঙ্গা বিএনপি কার্যালয় ভাংচুর ও কেয়ারটেকারকে মারধর করে আওয়ামী চিহ্নিত সন্ত্রাসীরা। মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শওকত এর নেতৃত্বে আওয়ামী চিহ্নিত সন্ত্রাসীরা সন্ধ্যা ৬.০০ঘটিকায় বিএনপি কার্যালয়ের ভিতর ঢুকে আসবাবপত্র ভাংচুর ও কেয়ারটেকারকে মারধর করে বের করে দেয়। এ ঘটনায় খাগড়াছড়ি জেলা বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: আবু তালেব স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

খাগড়াছড়ির জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া আওয়ামী সন্ত্রাসীদের এহেন পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন উপজেলায় আওয়ামীলীগ অফিসের সামনে নিজেদের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ককটেল/পেট্রোল বোমা বিষ্ফোরণের নাটক সাজিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে গ্রেপ্তার, হয়রানি ও নির্বাচনের পরিবেশ নষ্ট করার চক্রান্ত করছে বলে প্রেসবার্তায় উল্লেক করা হয়। তিনি এসব ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post