মাটিরাঙ্গা বেলছড়ি মডেল পাড়া কেন্দ্র উদ্বোধন

অন্তর মাহমুদ , মাটিরাঙ্গা:  পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় টেকসই  সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতাধীন বেলছড়ি মডেল পাড়াকেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ

খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং পরিবারের সদস্যদের সংবর্ধনা
নিরাপদ খাবারের কারখানা তৈরি করতে হবে: কৃষক প্রশিক্ষণে ড.মোহাম্মদ শফিউদ্দিন
মাটিরাঙ্গায় এলাকাবাসী ও বিজিবি’র মধ্যে কি ঘটেছিল?

অন্তর মাহমুদ , মাটিরাঙ্গা:  পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় টেকসই  সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতাধীন বেলছড়ি মডেল পাড়াকেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।

সরকারিভাবে কোটি টাকা ব্যয়ে নির্মিত এ রকম ২৮টি মডেল পাড়াকেন্দ্র নির্মান করা হয়েছে মন্তব্য করে আগামীতে আরো প্রায় এক হ্জার পাড়া কেন্দ্র নির্মানের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি । এসব পাড়া কেন্দ্রগুলোকে পরবর্তীতে ডিজিটাল পাড়াকেন্দ্রে পরিনত করা হবে। যার ফলে ভবিষ্যতে অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহনসহ চাকুরির আবেদনের মতো নানা রকম আধুনিক সেবা নিতে সক্ষম হবেন সাধারন মানুষ।

২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টার দিকে বেলছড়ি ফিরোজ মেম্বার পাড়ায় অবস্থিত এ পাড়াকেন্দ্র উদ্বোধনী অসনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বেলছড়ি মডেল পাড়াকেন্দ্রের সভাপতি মোঃ বাহার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী অনামিকা ত্রিপুরা, প্রধান প্রকল্প পরিচালক রাঙ্গামাটি ড, প্রকাশ কান্তি চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মজিবুল আলম, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা আক্তার ববি। খাগড়াছড়ি জেলার প্রকল্প পরিচালক মতিউর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা ভাইস পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো শামছুল হক, মোঃ আনিসুজ্জামান ডালিম, বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল গনি, বেলছড়ির ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো রহমত উল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প ব্যবস্থাপক টিটুন চাকমা সহ বিভিন্ন পাড়াকর্মী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা স্বাগত জানায় বিভিন্ন সংগঠন। এরপর ভিত্তি স্থাপন শেষে পাড়াকেন্দ্র পরিদর্শন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর এনডিসি। এ সময় তিনি পাড়াকেন্দ্রর সামনে একটি ছফেদার চারাগাছ রোপন করেন।