• July 27, 2024

মাটিরাঙ্গা বড়নাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কাউন্সিল

মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৩নং বড়নাল ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ বিকালে বড়নাল ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত কাউন্সিলে দলীয় ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মো: সোহরাব হোসেন রাজু ও সাধারণ সম্পাদক পদে মো: আলাউদ্দিন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আ: রহিম নির্বাচিত হয়েছেন। এই কাউন্সিলে সর্বমোট ১৮০ জন ভোটার এর মধ্যে ১০৫ জন ভোটার ভোট প্রদান করলেও অন্য ভোটাররা অনুপস্থিত ছিলেন। তার মধ্যে সভাপতি পদে বাতিল ৪ ভোট ছাড়া আনারস প্রতীক নিয়ে মো: সোহরাব হোসেন রাজু ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন,তার নিকটতম প্রতিদ্বন্ধী মো: ফরিদ মিয়া পান ১১ ভোট। তাছাড়া সাধারন সম্পাদক পদে বাতিল ৬ ভোট ছাড়া মাছ প্রতীকে ৬২ ভোট পেয়ে মো: আলাউদ্দিন সাধারন সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো: শাহিন আলম পান ৩৮ ভোট। অন্যদিকে বাতিল ১৪ ভোট ছাড়া হরিণ প্রতীকে ৬৬ ভোট পেয়ে আ: রহিম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্ধি হাতি প্রতিকে পেয়েছেন ২৫ ভোট। ভোট গ্রহণ শেষে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন  বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় বড়নাল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক , মাটিরাঙ্গা উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি ও কাউন্সিলর মো: এমরান হোসেন, সাধারণ সম্পাদক আ: কুদ্দুছ মিয়া, পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল আহমেদসহ বড়নাল ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার বিকাল ৩ টায় কাউন্সিল অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মো. এমরান হোসেন।

এরপর প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন। তিনি আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বড়নাল ইউপি চেয়ারম্যান আলী আকবর,উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এমরান হোসেন ও পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল আহমেদ প্রমুখ। প্রথম অধিবেশনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো: ফরিদ মিয়া।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post