• July 27, 2024

মাদক ব্যবসায় জড়িত সন্দেহে এসআই ক্লোজড খাগড়াছড়িতে

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে জনতার হাতে আটক মাদক ব্যবসায়ীর দেয়া তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমানকে ক্লোজড করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। ১০ জুন সোমবার সন্ধ্যার দিকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী অর্জুন বসাককে স্থানীয়রা আটকের পর এসআই সাইদুর রহমানের নাম বেরিয়ে আসে। ইয়াবাসহ জনতার হাতে আটক অর্জুন বসাক জেলা সদরের সিঙ্গিনালা এলাকার দুলাল বসাকের ছেলে বলে জানা েেগছে।

খাগড়াছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহ আলম সাংবাদিকদেও জানান, দীর্ঘদিন ধরে মুসলিমপাড়া এলাকায় ভাড়াবাসায় বসবাস করে আসছেন এসআই সাইদুর রহমান। সেখান থেকেই তিনি ইয়াবা ব্যবসা করছেন বলে স্থানীয়রা অভিযোগ করে আসছেন।

সোমবার সন্ধ্যার দিকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী অর্জুন বসাককে আটক করে স্থানীয়রা। তাকে আটকের পরই এসআই সাইদুর রহমানের নাম বেরিয়ে আসে। এরপর পুলিশকে জানালে পুলিশ এসআই সাইদুর রহমানসহ দুইজনকে থানায় নিয়ে যায়।

সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো বলেন, মাদকসহ আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে খাগড়াছড়ি সদর সার্কেলের এসআই মো. সাইদুর রহমানকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রওনক আলম বলেন, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় তাকে ক্লোজড করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post