মাদক সম্রাট আজগর আলী ও সহযোগী আটক
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি থানা পুলিশ মাদক সম্রাট আজগর আলী ও সহযোগীকে আটক করেছে। ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ফটিকছড়ি থানাধীন নাজিরহাট পৌরসভা ডাইনজুড়ি সাকিনের চট্টলা তথা ফটিকছড়ির মাদক সম্রাট আসামী-মোঃ আজগর আলী (৪২) পিতা- মৃত মোহাম্মদ হোসেন, সাং-দৌলতপুর, ডাইনজুরি, ২। নুরুল হুদা প্রঃ গুরামনা (৫৫) পিতা- মৃত নুরুল হক, সাং-দৌলতপুর, বর্তমানে-উত্তর রাঙ্গামাটিয়া, ৩। আনোয়ার হোসেন (৩২) পিতা-জাকির হোসেন, সাং-পূর্ব ফরহাদাবাদ, সর্ব থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রামদেরকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ আটক করা হয়।
আসামীদের বিরুদ্ধে ফটিকছড়ি থানার মামলা নং-০৪, তারিখ-০৮/০৩/২০১৮ইং, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিলের ৯(ক)/৭(ক) রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে । আসামী আজগর আলীর বিরুদ্ধে ১৩ টি মাদক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।