• December 26, 2024

মানবতার সেবায় মহতি উদ্যোগ ৪০ বিজিবি পলাশপুর জোনের

অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পলাশপুর জোনের উদ্যোগে গোমতি ইউনিয়নের পাহাড়ি দুর্গম এলাকায় বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করা হয়েছে।

১৫ অক্টোবর সোমবার সকাল ১০ টায় পলাশপুর জোনের আওতাধীন গোমতি মাকুমতৈছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ৫ শতাধিক প্রাপ্ত বয়স্কদের বিভিন্ন রোগের চিকিৎসা সেবা ও শিশুদের টিকা দানসহ বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। এ ছাড়া ঐ সকল দুর্গম জনপদে মানুষের গৃহ-পালিত প্রাণী সম্পদের সু-রক্ষায় ২ শতাধিক গবাদি-পশুকে চিকিৎসা সেবা প্রদান ও আগত গবাদি পশু পালনকারীদের বিভিন্ন পরামর্শ দেয়া হয়। একই সময় ৪০ বিজিবি’র উদ্যোগে স্থানীয় কৃষকদের আবাদযোগ্য অনাবাদি ভূমির ব্যবহার ও ফল-ফলাদির মান উন্নয়নসহ বিভিন্ন কৃষিজপন্য উৎপাদনে নানা পরামর্শ প্রদান করা হয়।

মেডিকেল অফিসার ক্যাপ্টেন আ স ম নাহিদুল ইসলাম শিমুল’র নেতৃত্বে ৪০ বিজিবির মেডিকেল সহকারী হাবিলদার মাসুদ আহমেদ ও মেডিকেল সহকারী নায়েক শফিউর রহমান এর একটি যৌথ টিম চিকিৎসা প্রদান করেন। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সি এইচ সি পি হিমেন্দ্র বিকাশ ত্রিপুরা, এইচ,এ সুকোমল চাকমা শিশুদের সেবা দান করেন। কৃষি সম্প্রসারণ বিভাগের গোমতি বান্দরছড়া ব্লকের উপ-সহকারী মো: আমির হোসেন কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করেন। এ সময় গোমতি মাকুমতৈছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পমিনী ত্রিপুরা, মাকুমতৈছা মৌজার হেডম্যান রনি বিকাশ ত্রিপুরা, গোকুলমণি পাড়ার কার্বারী লাল মোহন ত্রিপুরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post