• January 16, 2025

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ খাগড়াছড়িতে

 মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ খাগড়াছড়িতে

স্টাফ রিপোর্টার: সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বৃহস্পতিবার (২৮অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক ও পেশাজীবি বিভিন্ন সংগঠন। এতে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে অংশ নেন। “সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও, সম্প্রীতির বাংলাদেশ গড়ো” প্রতিপাদ্যে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের শান্তি, সম্প্রীতি নষ্ট করতে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। অচিরেই একযোগে ঐক্যতার সাথে তাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা এই দেশে শান্তিতে থাকতে চাই। দেশে সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীদের নিরাপত্তা দেওয়া, একটি আদর্শ রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।

বক্তারা আরও বলেন, সহিংসতায় ক্ষতিগ্রস্থ মঠ, মন্দির, মন্ডপ, উপসনালয় রাষ্ট্রের অর্থায়নে ও ব্যবস্থাপনায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। সাম্প্রতিক সহিংসতায় ধর্মীয় পুরোহিত ও সামাজিক নেতৃবৃন্দের হত্যার বিচার ও তাদের পরিবারের সদস্যদের পুনর্বাসনে সরকারের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়ার সভাপতিত্বে সাংবাদিক আবু দাউদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক চৌধুরী আতাউর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক  তরুণ কুমার ভট্টাচার্য, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি এড. বিধান কানুনগো, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল আজম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত লেখক মথুরা বিকাশ ত্রিপুরা, নারী উদ্যোক্তা শাপলা দেবী ত্রিপুরা, সাংবাদিক চিংমেপ্রু মারমা, সনাকের প্রতিনিধি লালসা চাকমা, আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিনিধি সুপ্তা চাকমা প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post