• December 12, 2024

মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবায় সিন্দুকছড়ি জোন

 মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবায় সিন্দুকছড়ি জোন

বিএম.বাশার: পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।

১৩ নভেম্বর বুধবার সকালে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সোলার প্যানেল, সেলাই মেশিন, ঢেউটিন, কীটনাশক স্প্রে মেশিন, ট্রাভেল ব্যাগ, বিভিন্ন ক্লাবের মাঝে খেলাধূলা সামগ্রী, গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই, মন্দিরের জন্য মাইক, গরীব পরিবারের মাঝে বেবিফুড এবং ড্রেস, আসন্ন শীত মৌসুমের কম্বল, শিক্ষার্থীদের মাঝে সোয়েটার, পঙ্গু মানুষদের মাঝে ক্র্যাচ এবং গরীব পরিবারের মাঝে নগদ অর্থ প্রদানসহ সর্বমোট ১২০ জন সুবিধাভোগীর মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও, ৩৬২ জন জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির ও ক্যাপ্টেন সুমাইয়া রহমান, সিএমএইচ গুইমারা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪আর্টিলারি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেন সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি, ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আইরিন আকতার, গুইমারা থানার ওসি মোঃ এনামুল হক চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ রিজিয়ন ও জোনের জন্যান্য অফিসার্সবৃন্দ উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার উপস্থিত সবলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান করেন। এছাড়াও এলাকার শান্তি, শৃঙ্খল্য বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post