মানিকছড়িতে অন্নকূট মহোৎসব পালিত
মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব পালিত হয়েছে।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) খাগড়াছড়ি জেলা শাখা পরিচালিত মানিকছড়ি সদরে প্রতিষ্ঠিত ইসকন প্রচার কেন্দ্র ও কীর্তন মন্দির প্রাঙ্গণে রবিবার (১৯ নভেম্বর) এ মহোৎসব পালিত হয়।
সকাল থেকে দর্শনারতি ও গুরুপূজা, বিশ্বশান্তি কল্পে অগ্নিহোত্র যজ্ঞ, শতাধিক প্রকারের রাজভোগ নিবেদন, ভোগ আরতি কীর্তন, গোবর্ধন পূজা, অন্নকূটের মহিমা আলোচনা ও দুপুরে হাজার ভক্তদেরকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহোৎসবে বিভিন্ন মঠ মন্দিরে ধর্মীয় গুরু, মন্দির ও মহোৎসব পরিচালনা কমিটিসহ ভক্ত অনুসারীরা অংশ নেন।