• April 29, 2025

মানিকছড়িতে ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা

 মানিকছড়িতে ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: তৃণমূল উন্নয়ন সংস্থার আস্থা প্রকল্পের আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্টিত হয়েছে।

২৭ আগস্ট সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ইয়ুথ গ্রুপের সভাপতি কমলা মারমার সভাপতিত্বে এবং সংস্থার জেলা কোর্ডিনেটর ধনেশ্বর দেওয়ানের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া। অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, সুশীল সমাজের প্রতিনিধি আবদুল মান্নান প্রমূখ। সভায় উপজেলা ইয়ুথ গ্রুপের ৩০ জন সদস্য উপস্থিত থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে যুব সমাজের করণীয় সম্পর্কে মতামত ব্যক্ত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবদের উদ্দেশ্যে বলেন, “যুব সমাজই জাতির শক্তি, এরাই জাতির মুক্তি”। সমাজে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে যুব সমাজ নানাভাবে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ রয়েছে। অনগ্রসর জনপদের সমস্যা বিশেষ করে সম্প্রতির বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। এ ক্ষেত্রে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে ক্ষতিগ্রস্তরা উপকৃত হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post