মানিকছড়িতে ইয়ুথ গ্রুপ গঠনকল্পে সভা
মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: এনজিও ‘তৃণমূল উন্নয়ন সংস্থার’ নাগগরিক সুরক্ষা বিষয়ে জনসচেতনতামূলক প্রচারাভিযানে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে সক্রিয় সদস্যদের নিয়ে ইয়ুথ গ্রুপ গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২০ নভেম্বর সকাল ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে তৃণমূল উন্নয়ন সংস্থার আস্থা প্রকল্পের জেলা কো-র্অডিনেটর ধনেশ্বর দেওয়ানের সভাপতিত্বে এবং মিহির কান্তি ত্রিপুরার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা দেব প্রসাদ দত্ত, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমূখ।
এতে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। এতে মাহ্লাচিং মারমাকে আহবায়ক এবং মো. শরিফুল ইসলাম ও সত্যেন ত্রিপুরাকে যুগ্নআহবায়ক ঘোষণা করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।