মানিকছড়িতে কারিতাসের এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওয়ায় খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০টায় কারিতাসের উপজেলা অফিস কক্ষে মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমার সঞ্চালনায় ও মংথুশে মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থার বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন ফোরামের সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। এছাড়াও উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি অমর কান্তি দত্ত, মানিকছড়ি প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক চিংওয়ামং মারমা মিন্টু ও সাংবাদিক মো. রবিউল হোসেন বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, ‘প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে কারিতাস। হত-দরিদ্র, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারন মানুষের জীবনমান উন্নয়ন নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সংস্থাটি। পাশাপাশি উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান এবং তাদের সেবা ও সুযোগ সুবিধা সম্পর্কে সাধারন মানুষকে অবগত করছে।
সভায় উপজেলা ফোরাম, কমিউনিটি কৃষি শিক্ষা কেন্দ্র, ইউনিয়ন ফোরামের সদস্য, এনজিও প্রতিনিধি, ক্রীড়া সংস্থার প্রতিনিধি, হেডম্যান, কার্বারী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।