মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়িতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রশিক্ষ
মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়িতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রশিক্ষণ।
উপজেলার ২৫ জন নির্বাচিত খামারীর অংশগ্রহণে ২০ সেপ্টেম্বর এই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও প্রাণী সম্পদ বিষয়ক কমিটির আহবায়ক মো. মাঈন উদ্দীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ(ভারপ্রাপ্ত) সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডাঃ রনি কুমার দে এর সঞ্চালনায় এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুচয়ন চৌধুরীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই প্রশিক্ষণ কার্যক্রমে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল আবসার ও খাগড়াছড়ির উপ- পরিচালক( কৃত্রিম প্রজনন) মোঃ গোলাম আজম।
প্রশিক্ষণে স্বাস্থ্যসম্মত উপায়ে গরু হৃষ্টপুষ্টকরণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।