মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ যোগেন্দ্র লাল ত্রিপুরা(৫৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।
১৮মে শনিবার রাত ৯ টার দিকে উপজেলার গরমছড়ি এলাকার খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের উপর থেকে তাকে আটক করা হয়। তিনি খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার বব্রু বাহন হেডম্যান পাড়া, ৩২নং কাটারুং এলাকার মহিন কুমার ত্রিপুরার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত্রীকালিন অভিযান চলাকালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, খাগড়াছড়ি—চট্টগ্রমা আঞ্চলিক মহাসড়কের গরমছড়ি এলাকায় একজন যুবক দেশীয় তৈরি চোলাইমদ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে সেখানে গিয়ে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ১০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। রাতেই উদ্ধারকৃত মদ ও আসামীকে থানা হেফাজতে রেখে নিয়মিত মামলা রুজু করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।