মানিকছড়িতে ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মানিকছড়ি প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে ছাত্রলীগের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা ছাত্রলীগের আয়োজনে স্থানীয় নেতাকর্মী

বাঘাইহাটে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একে-৪৭ অস্ত্র উদ্ধার
খাগড়াছড়িতে আগুনে দগ্ধ হয়ে প্রভাষকের মর্মান্তিক মৃত্যু
মানিকছড়ি ছাত্রলীগের আসন্ন কাউন্সিলকে ঘিরে দলে প্রাণচাঞ্চল্য

মানিকছড়ি প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে ছাত্রলীগের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা ছাত্রলীগের আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ’২১ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়ের সঞ্চালনায় এই কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাকসুদুল আলম মাসুদ, যুগ্ন সাধারণ সম্পাদক, মো. জসিম উদ্দিন, মো. মমিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান, মো. মাঈনুল ইসলাম, মানিকছড়ি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফর, সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন প্রমূখ।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে চলমান উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সক্ষম হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কর্মী সমাবেশের বক্তারা বলেন, একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা কর্মী। এ ধারা অব্যাহত রেখে তৃণমূল পর্যায়ে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ছাত্রলীগের কার্যক্রম আরো গতিশীল করার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে উপজেলা ৪টি ইউনিয়ন যথাক্রমে মানিকছড়ি সদর ইউনিয়ন, বাটনাতলী, যোগ্যাছোলা ও তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি/সম্পাদকগণ বক্তব্য রাখেন। এসময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।