মানিকছড়িতে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

oplus_2
মানিকছড়ি প্রতিনিধি:-
মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা (বীর উত্তম), শহীদ প্রেসিডেন্ট, জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মানিকছড়ি বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব মহি উদ্দিন কিশোরের সঞ্চালনায় জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ- সভাপতি বাহার মিয়া,সহ-সভাপতি এনামুল হক মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান মাষ্টার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন,উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান,কলেজ ছাত্রদলের আহবায়ক রাকিব হোসেন প্রমুখ।
আলোচনা শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এই সময় মানিকছড়ি উপজেলার ও ইউনিয়ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, এবং ছাত্রদলসহ বিএনপি,র বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।