মানিকছড়িতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি র মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় পুকুরের পানিতে ডুবে জান্নাত আক্তার (২) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বড়বিল এলাকার আব্দুল লতিফ সোহাগ’র মেয়ে। রবিবার (১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বড়বোন জেরিন (১১) পুকুরে গোসল করতে গেলে তার পেছন পেছন জান্নাত আক্তারও পুকুর পাড়ে যায়। তখন ছোটবোনকে পুকুর পাড়ে বসিয়ে রেখে বড়বোন জেরিন অন্যান্যদের সাথে গোসল করতে পুকুরে নামে। তাদের অগোচরে জান্নাতও পুকুরে নামে। কিছুক্ষণ পর তার ফুফু সেলিনা পুকুরে গোসল করতে আসলে পুকুরে জান্নাতকে ভাসতে দেখে। পরে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার এসআই তরুন কান্তি দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কন্যা শিশুর মৃত্যুটি সত্যিই মর্মান্তিক ঘটনা। এ ঘটনা পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত না করে লাশ দাফন করার আবেদনের প্রক্ষিতে যথাযথ আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার পক্রিয়া চলছে।