• December 2, 2024

মানিকছড়িতে বিএনপি’র সম্প্রীতি সমাবেশে জনতার ঢল

 মানিকছড়িতে বিএনপি’র সম্প্রীতি সমাবেশে জনতার ঢল

স্টাফ রিপোর্টার: শান্তি,সম্প্রীতি,সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা বিএনপি’র উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বুধবার মানিকছড়ি টাউন হল প্রাঙ্গনে এ সামবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি প্রবীন চন্দ্ৰ চাকমা, জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড.মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা।

সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, সঞ্চালনা করেন মানিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন। প্রায় ১৭ বছর মানিকছড়িতে প্রিয নেতা আসার খবরে জনতার শ্রোত নামে টাউনহল প্রাঙ্গনে। স্লোগানে স্লোগনে মুখরিত হয়ে ওঠে সমাবশেস্থল।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post