• March 25, 2025

মানিকছড়িতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট এর দল গঠন ও কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

 মানিকছড়িতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট এর দল গঠন ও কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:-

খাগড়াছড়ি’র মানিকছড়ি উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট এর দল গঠন ও কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব তাহমিনা আফরোজ ভূইয়া এর সভাপতিত্ব ও যুব রেড ক্রিসেন্ট, মানিকছড়ি উপজেলা দলের প্রশিক্ষন সহ-শিক্ষা বিভাগীয় প্রধান মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব রেহানা মোস্তফা। আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রেড ক্রিসেন্ট কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও মানিকছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আক্তার হোসেন, যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি উপজেলা’র দলনেতা মোঃ হাবিবুর রহমান, যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের সাবেক আইসিটি বিভাগীয় প্রধান আব্দুল আল নোমান, দুর্যোগ ও সাড়াদানকারী বিভাগীয় উপ-প্রধান মো. ইমরান হোসেন (আসিফ) সহ যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি উপজেলা দলের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় মানিকছড়ি উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠন, রেড ক্রিসেন্টের ব্যাংক হিসাব খোলা ও প্রশিক্ষণ পরিচালনার কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক কার্যক্রমে সম্পৃক্ত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post