• April 19, 2025

মানিকছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

 মানিকছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: সম্প্রতির বৃষ্টিপাতে পাহাড়ী জনপদ খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ছদুরখীল এলাকায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারে বিশেষ মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবারসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সিন্দুকছড়ি জোন।

উপজেলার বাটনাতলী ইউনিয়নের ছদরখীল এলাকায় পানি ওঠে মানুষের বাড়ি,ঘর ও ফসলী জমি ক্ষতিগ্রস্ত এবং পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে দুর্গত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবারসহ চিকিৎসাসেবা নিশ্চিত করে সেনাবাহিনী।

২৮ আগস্ট বুধবার সকালে ছদরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করেন গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানবিক সহায়তা হিসেবে দুর্গত এসব পরিবারগুলোর হাতে চাল,আটা,ডাল, তৈল, বিস্কুট, খাবার স্যালাইনসহ বিভিন্ন শুকনো খাবার তুলে দেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি। এ সময় উপস্থিত ছিলেন মানিকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মো. আসাদুজ্জামান খন্দকার ও অন্যান্য সেনা কর্মকর্তারা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post