মো.আকতার হোসেন,বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি জেলা বিএনপির অনুমোদনে বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক ও মীর হোসেনকে সদস্য সচিব করে উক্ত কমিটি করা হয়েছে।
মোট ৫১ সদস্যের এ আহ্বায়ক কমিটি সল্প সময়ে মধ্যে ১০১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাপ উপস্থাপন করবে মর্মে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ও সাধারণ সম্পাদক এম এন আফছার এর অনুমতি ক্রমে উক্ত কমিটি জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ইশতেয়াক আহমেদ নিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।