• September 11, 2024

মানিকছড়ি চোলাইমদসহ মাদক ব্যবসায়ী আটক

 মানিকছড়ি চোলাইমদসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার: মানিকছড়িতে বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাইমদ ও একটি মোটরসাইকেলসহ মো. নূরুল হক(৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

২৪ নভেম্বর বৃহস্পতিবার  রাত ১০টার দিকে উপজেলার গাড়িটানা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য নিয়ে মোটরসাইকেলযোগে খাগড়াছড়ি থেকে  চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এসময় পুলিশ মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকায়  চেকপোস্ট স্থাপন করে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ একটি মোটরসাইকেলসহ মাদক কারবারি মো. নূরুল হক(৪২) কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত নূরুল হক জেলার গুইমারা উপজেলার লুন্দুক্যাপাড়া এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ  মো. আনচারুল করিম জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post