মানিকছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

 মানিকছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. হাবিবুর রহমানকে সভাপতি, আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক ও আকতার হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে এ কমিটি ঘোষণা দেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এসএম জাহাঙ্গীর আলম।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি- শহীদুল ইসলাম, আব্রে মারমা, যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও চিংওয়ামং মারমা মিন্টু, অর্থ সম্পাদক মোকতাদের হোসেন, দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো. রবিউল হোসেন, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ও নির্বাহী সদস্য আব্দুল মান্নান।

রবিবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের সভা কক্ষে ক্লাবের প্রধান উপদেষ্টা এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আব্দুল মান্নানের সঞ্চালনায় কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সমির মল্লিক ও খাগড়াছড়ি প্রেসক্লাবের নির্বাহী সদস্য ইশতিয়াক আহমেদ নিপু। সভার আলোচনা শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post