মানিকছড়িতে অপহরনের পর ধর্ষন, আটক ১
আলমগীর হোসেন: মানিকছড়ি উপজেলার কালাপানি আছাতলী এলাকার এক কিশোরীকে অপহরণ করে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে। অপহরনের পর কিশোরীকে একসত্যাপাড়া এলাকায় অপহরনকারীর নিকটতম আত্মীয়র বাড়িতে রাখিয়া সোহেল হোসেন (২০) কিশোরীকে ধর্ষণ করেন। ধর্ষকের বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়ি কলনি পাড়া সে পেশায় একজন টিউবওয়েলের মিস্ত্রি। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
কিশোরীর পিতা ঘটনার সঙ্গে সঙ্গে মানিকছড়ি থানা পুলিশকে বিষয়টি অবগত করিলে মানিকছড়ি থানা পুলিশ ভোর রাতে ধর্ষক সোহেল হোসেনকে আটক ও কিশোরীকে উদ্ধার করে। মানিকছড়ির থানার মামলা তদন্দ কারী কর্মকর্তা আহম্মদ হোসেন ঘটনার সত্যতাস্বীকার করে বলেন অপহরনকারী প্রথমে কিশোরীকে অপহরণ করেন পরে তার আত্মীয়রবাড়িতে নিয়ে কিশোরীকে নিয়ে ধর্ষন করেন বলে ভিকটিম জানান। তাহার পিতা জয়নাল আবেদীন বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।