• July 27, 2024

মানিকছড়িতে অপহৃত রবি টাওয়ারের ৪টেকনিশিয়ান’র ২৪ ঘন্টায়ও খোঁজ মিলেনি, জরুরী বৈঠক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় যোগ্যাছোলা ইউনিয়নের ছদুরখীল এলাকায় ৬ মার্চ বিকাল ৩টার দিকে রবি টাওয়ারের কাজে নিয়োজিত ৪ টেকনিশিয়ানকে অপহরণ করা হলেও গত ২৪ ঘন্টা অতিবাহিত হলেও সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হঢ নি বলে জানা গেছে। এদিকে ৭মার্চ সন্ধা ৬টার দিকে সিন্দুকছড়ি জোন কমান্ডারের নের্তৃতে মানিকছড়ি সাবজোন রবির টেকনিশিয়ান উদ্ধারে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও হেডম্যান কারবারীদেন নিয়ে উদ্ধার কাজ তৎপরতার জন্য জরুরী বৈঠক করে।

সিন্দুকছড়ি জোন কমান্ডার রুবায়েত বলেন, সন্ত্রাসী কোথায় অবস্থান করে বা সন্দেহ হলে আমাদের জানান। আমাদের সাধ্যমত কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে। জোন কমান্ডার সকলের বক্তব্য শুনে অপহৃত ব্যাক্তিদের উদ্ধারে সকলের সহযোগীতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন মানিকছড়ি অতিরিক্ত দায়িত্ব এএসপি সারকেল আউয়াল, মানিকছড়ি সাবজোন কমান্ডা তৈহিদ, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, রামগর উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ফরহাদ, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশৈপ্রু মারমা, মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রশিদ, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, বাটনাতলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মোহন, পাতাছড়া ইউপি মনিন্দ্র ত্রিপুরা।

উল্লেখ্য গতকাল বিকাল ৩টার দিকে রবি টাওয়ারের কাজে নিয়োজিত ৪ টেকনিশিয়ানকে মোঃ হারুন(২২), গিয়াস উদ্দিন(২৪), শহিদুল ইসলাম(২৩) ও মিজানুর রহমান(২৫)কে উপজাতীয় সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। তবে প্রকৃত পক্ষে আদৌ কারা অপহরণ করেছে তা কোনো ভাবেই নিশ্চিত হওয়া যায় নি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post