মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

Homeস্লাইড নিউজশিরোনাম

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চেঙ্গুছড়া এলাকায় খালে বেআইনি ভাবে বালু উত্তোলন করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন

লক্ষ্মীছড়ি ইউএনও ইশতিয়াক ইমন’র বিদায় সংবর্ধনা, যাচ্ছেন আনোয়ারা
মানিকছড়ি রাস্তা নির্মাণে ক্ষতি গ্রস্থদের মাঝে চেক বিতরণ
মানিকছড়ির ‘সততা’ পোল্ট্রি ফার্মে দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চেঙ্গুছড়া এলাকায় খালে বেআইনি ভাবে বালু উত্তোলন করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২০ ডিসেম্বর বিকেল ৪টায় উপজেলার চেঙ্গুছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুম্পা ঘোষ । এ সময় খালে বেআইনিভাবে বালু উত্তোলন করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর ১১ ধারায় অপরাধ ১৫(১) ধারায় শাস্তির আওতায় উপজেলার চেঙ্গুছড়া এলাকার আবদুল মতিনের ছেলে ইকবাল হোসেনকে ৫০ হাজার টাকা ও রমিজ মিয়ার ছেলে মো.ইমাম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ বলেন, উপজেলায় ৩ টি বালু মহাল ইজারা থাকা স্বত্ত্বেও কতিপয় ব্যক্তিরা বেআইনিভাবে বালু উত্তোলন করার অপরাধে জরিমানা করা হয়েছে। এ ধরণের কাজে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।