মানিকছড়ি আওয়ামীলীগ অফিসের সামনে পেট্টোল বোমা বিস্ফোরণ: ছাত্রলীগের মিছিল
মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় আওয়ামীলীগ অফিসের সামনে র্দুবৃত্তরা পেট্টোল বোমা নিক্ষেপ করার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানা গেছে।
২৮ অক্টোম্বর রবিবার সন্ধা ৭টার দিকে র্দুবৃত্তরা ৩টি পেট্টোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: আলমগীর হোসেন এর নেতৃত্বে তাৎক্ষনিক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে। মিছিলটি মানিকছড়ি বাজার গুরে উপজেলা আওয়ামীলীগ অফিসে এসে প্রতিবাদ সভা করেন।
এতে উপজেলা ছাক্রলীগ সভাপতি মো: আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো: মোস্তফা কামাল, আসাদুর রহমান,জামাল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি তাজুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: জয়নাল আবেদীন বক্তব্য রাখেন। বক্তরা এ ঘটনার জন্য বিএনিিপকে দায়ি করে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।
ঘটনার খবর পেয়ে মানিকছড়ি থানার অফিসার ইচার্জ (ওসি) আবদুর রশিদ ঘটনাস্থলে ছুটে যান। ঘটনা সার্বিক তদন্ত করছেন এসআই মাসুদ। মানিকছড়ি থানার অফিসার ইচার্জ (ওসি) আবদুর রশিদ জানান ঘটনা তদন্ত করা হচ্ছে।