মানিকছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থ্য ইসকন মন্দিরে সাধুদের খাদ্য সহায়তা প্রশাসনের

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ইসকন মন্দিরের সাধুদের মাঝে তাৎক্ষণিক খাদ্য-সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। ২৫ জুলাই শনিব

খাগড়াছড়িতে কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
লক্ষ্মীছড়ি ও মাটিরাঙ্গায় সড়ক অবরোধ পালিত
গুইমারা মাদ্রাসায় মা সমাবেশ

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ইসকন মন্দিরের সাধুদের মাঝে তাৎক্ষণিক খাদ্য-সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

২৫ জুলাই শনিবার বিকাল সোয়া ৫টার দিকে সপ্তাহিক হাঁটবারে উপজেলার বড় বাজারস্থ সাবেক বৈরাগী বাবার ঠাকুর মন্দির বর্তমান ইসকন মন্দিরে আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। ফলে উপজেলা প্রশাসন তাৎক্ষনিকভাবে মন্দিরে থাকা সাধুদের মাঝে খাবার সহায়তা হিসেবে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন।

উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন,উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ ও সহকারী কমিশনার(ভূমি) রিফাত আসমা, ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ওয়ালি উল্লাহ ও অফিসার ইনচার্জ আমির হোসেন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক উপস্থিত থেকে সাধুদের মাঝে ত্রাণ-সহায়তা হিসেবে কিছু খাবার তুলে দেন।

পরবর্তীতে মন্দিরের ক্ষয়-ক্ষতি নিরুপণ শেষে যথাসম্ভব সহায়তা করা হবে আশ্বস্থ করেন ইউএনও তামান্না মাহমুদ। এ সময় মন্দির পরিচালক বাবুল পাল, সনাতন সমাজ কল্যাণ পরিষদ জেলা নেতা সজল বরণ সেন, বাজার কমিটির সভাপতি রুপেন পাল, গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ডা. অমর কান্তি দত্ত,বাজার সেক্রেটারী মো. নুর ইসলাম উপস্থিত ছিলেন