• February 19, 2025

মানিকছড়িতে আনসার ভিডিপি সদস্যের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

 মানিকছড়িতে আনসার ভিডিপি সদস্যের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মানিকছড়ি প্রতিনিধি: কোভিড-১৯ এর প্রাদুর্ভাবজনিত কারণে আনসার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) সদস্যদের মাঝে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসেবে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা আনসার ভিডিপি সদস্যের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

৯ মে রবিবার সকাল সাড়ে ১০টায় মানিকছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে প্রান্তিক এলাকা পর্যন্ত বিস্তৃত সেচ্ছাসেবী আনসার-ভিডিপি’র অসহায়-দরিদ্র ৫০জন সদস্যের হাতে খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজ) তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। সময় উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক ও (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শেখ মুহাম্মদ শোয়েব, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

মানিকছড়ি উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক ও (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শেখ মুহাম্মদ শোয়েব বলেন, সরকারের যথাযথ নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস মহামারি মোকাবেলায় দুর্যোগের শুরু থেকেই বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রাখছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবী ৫০জন দরিদ্র ও অসহায় ভিডিপি সদস্যের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post