মানিকছড়িতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন চলছে

আবদুল মান্নান,মানিকছড়ি: পার্বত্য জনপদ মানিকছড়িতে প্রথমবারের মত অনুষ্টিত হচ্ছে   আন্তর্জাতিক কেরাত সম্মেলন-২০১৮। ১২ জানুয়ারী শুক্রবার মানিকছড়ি বাজার কে

বিএনপির নৈরাজ্য ও তান্ডবের প্রতিবাদে খাগড়াছড়িতে আ.লীগের বিক্ষোভ
লক্ষ্মীছড়ির বর্মাছড়িতে শিক্ষা উপকরণ বিতরণ
মানিকছড়ির রাস্তা-ঘাট-সেতু কালর্ভাট নির্মাণে জনপদে আশার আলো

আবদুল মান্নান,মানিকছড়ি: পার্বত্য জনপদ মানিকছড়িতে প্রথমবারের মত অনুষ্টিত হচ্ছে   আন্তর্জাতিক কেরাত সম্মেলন-২০১৮। ১২ জানুয়ারী শুক্রবার মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে বাদ আসর থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক কেরাত সম্মেলন। আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশ এর  চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মোহাম্মদ তৈয়ব এর সভাপতিত্বে অনুষ্টিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা শাহ্ মহিব্বুল্লাহ(দা.বা.)।

উক্ত সম্মেলনে কেরাত পরিবেশন করছেন ক্বারী শায়খ মুহাম্মদ রাফাত হোসাইন(মিশর), ক্বারি শায়খ মুহাম্মদ আবদুল কবির হায়দারী (আফগানিস্থান), ক্বারি শায়খ মুহাম্মদ রেজা আইয়ূব (তাঞ্জানিয়া), ক্বারি শায়খ মুহাম্মদ আলী খান(ভারত), ক্বারি শায়খ মুহাম্মদ ইউনুছ আলী খান( ভারত), ক্বারি শায়খ সাইদুল ইসলাম আসাদ(ঢাকা), ক্বারি শায়খ আনোয়ার হোসেন-(চট্টগ্রাম) ও মাওলানা ক্বারি ওয়ালি উল্লাহ( নানুপুর মাদরাসা), মাওলানা ক্বারি হামিদ উল্লাহ( বাবুনগর মাদরাসা), মাওলানা ক্বারি তামিম (নাজির হাট বড় মাদরাসা) এবং  আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত শিশু ক্বারি হাফেজ ক্বারি রিফাত বিন রশিদ, হাফেজ ক্বারি আরিফ হোসাইন প্রমূখ। এ রির্পোট লেখা পর্যন্ত রাত ১০টা সম্মেলন চলছে। হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত হয়ে মনোযোগ সহকারে কেরাত শুনছেন।