মানিকছড়িতে ইয়াবাসহ আটক ২
মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি গিরিমৈত্রী সরকারী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ নেতা মো. মাসুদ রানা বাপ্পী(২৩) ১০ পিস ইয়াবাসহ ২সহযোগিকে আটক করেছে পুলিশ।
১ আগস্ট রাতে মানিকছড়ি থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার মহামুনি বাসস্ট্রেশন থেকে কলেজ ছাত্রলীগ নেতা মো.মাসুদ রানা বাপ্পী(২৩) পিতা. মৃত.আবদুল বারেক,সাং মুসলিম পাড়া,মানিকছড়ি ও আবু তাহের (২৪) পিতা সুলতান আহম্মদ ,উখিয়া, কক্সবাজার ও আবদুস সাত্তার(৩৭) পিতা মৃত. সাবের আহম্মেদ, সাং পাকুরিয়া,চকবাজার,চট্টগ্রামকে ১০ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেলও আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর ১০(ক)/৪১ মূলে মামলা দায়ের করে পুলিশ। মামলা নং ১,তারিখ- ১.৮.২০১৯ইং।
এদিকে ২ আগস্ট দুপুর ১.০৫ মিনিটে আটক ছাত্রলীগ নেতা ও ২সহযোগিকে জামাই আদরে থানায় সিএনজি ডেকে নিয়ে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করে পুলিশ। পুলিশের এমন ভূমিকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।