• December 11, 2024

মানিকছড়িতে উপজেলা চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’কে সংবর্ধনা

মানিকছড়ি প্রতিনিধি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও জাতীয় শিক্ষা সপ্তাহ/২০১৯ এ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় উপজেলা প্রেস ক্লাব উক্ত জনপ্রতিনিধি ও শিক্ষক’কে বিশেষ সংবর্ধনার আেয়াজন করে।

৬ এপ্রিল শনিবার বিকাল ৪ টায় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে.কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব,পিএসসি,জি।

মানিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. মাঈন উদ্দীন’র সভাপতিত্বে অনুষ্টিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিষদের সদস্য এম এ জব্বার, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মার্মা,সদর ইউপি চেয়ারম্যান মো.শফিকুর রহমান ফারুক, ৩নং যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যজয়রী মহাজন, ৪ নং তিনটহরী ইউপি চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্য হতে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো.জয়নাল আবেদিন, খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আতিউল ইসলাম। সভায় ভাইস চেয়ারম্যান মো.তাজুল ইসলাম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরাণীকে সংবর্ধনা দেয়া হয়। মানিকছড়ি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে শুরু অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রেস ক্লাবের সভাপতি মো. মাঈন উদ্দিনসহ অন্যান্য সদস্যরা।

অতিথিরা বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ,জাতির বিবেক। আর প্রেস ক্লাব হলো অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির প্রার্থনার জায়গা। এখানে সুবিধাবঞ্চিত লোকজন তাদের বেদনা, দুঃখ ও অবহেলিত সমাজের চিত্র সংবাদকর্মীরা জাতির সামনে তুলে ধরবে। তাই সংবাদকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে রাজনীতিবিদ, সুশীল সমাজ ও প্রশাসনকে। তবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকরা সাহসী হবে। তবে কোনক্রমেই হলুদ সাংবাদিকতার আশ্রয়-প্রশ্রয় নেয়া যাবে না। এতে প্রকৃত তথ্য বিভ্রাটসহ সত্য আড়াঁল হবে। পরে সংবর্ধিত অতিথি ও অনুষ্ঠানের অতিথিদের ক্রেস্ট দিয়ে বিশেষ সন্মাননা প্রদান করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও আগত অতিথিরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post