মানিকছড়িতে একই সাথে বিষপানে ৪জন হাসপাতালে ভর্তি
মানিকছড়ি প্রতিনিধি: খাগাড়ছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামুনি মন্দির টিলা নামক স্থানে ৪ জন যুবকের এক সাথে বিষপানে গুরুতর অসুস্থ্য হওয়ার ঘটনা ঘটে। নেয়া হয়েছে চমেক হাসপাতালে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৯ ফেব্রুয়ারী) আনুমানিক সন্ধা ৬টার দিকে মানিকছড়ি উপজেলার মহামুনি এলাকার মন্দির টিলা নামক স্থানে ৪জন যুবককে একসাথে পড়ে থাকতে দেখে অসুস্থ্য অবস্থায় স্থানীয়রা মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।
আহতরা হলেন, লেমুয়া এলাকার মো. জসিম উদ্দিন’র ছেলে মো. শাকিল (২২), একসত্যাপাড়া এলাকার দুলাল দাশ’র ছেলে রুবেল দাশ, মহামুনি পাড়া এলাকার সাথোইঅং মারমা’র ছেলে সামাপ্রু মারমা (২০) ও থোইংগ্য মারমা’র ছেলে চিচিং মারমা (২২)।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক সাথে ৪জনের বিষপান সত্যি রহস্যজনক। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি।