• November 2, 2024

মানিকছড়িতে এক মদ্যপায়ীর লাশ উদ্ধার, নির্যাতনের অভিযোগ

আবদুল মান্নান: খাগড়াছড়ি জেলার মানিকছড়ির মংবাড়ীতে এক মদপায়ীর লাশ পাওয়া গেছে। নির্যাতনের অভিযোগ উঠায় পুলিশ ৬জনকে জিজ্ঞাসাবাদ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মানিকছড়িস্থ মংরাজবাড়ীতে ২৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় অংগ্য মারমা (৫০), পিতা মৃত্যু রবি মারমা সাং মানিকছড়ি রাজপাড়া নামক ব্যক্তিটি চোলাই মদ খেয়ে মাতলামী করতে করতে রাজবাড়ীতে গেলে প্রয়াত রাজকুমার চিংপ্রুসাইন বড় ছেলে পাসিভ্যাল সাইন রয় ওরফে লংকেশসহ ম্যানেজার আপ্রমং মারমা, ডিকে লাব্রেসাইন, গংজ্যো,ক্যাজাই,রামপ্রু গংরা উক্ত মদপায়ীর হাত-পাঁ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে। এক পর্যায়ে মদপায়ী অংগ্য মারমার ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢুলে পড়েন। খবর পেয়ে মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাজবাড়ীতে যায় এবং সংশ্লিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করেন।

এ রির্পোট লেখা পর্যন্ত রাত সাড়ে ১০টা নাগাদ অফিসার ইনচার্জ আমির হোসেন, সার্কেল মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থলে রয়েছেন। অফিসার ইনচার্জ আমির হোসেন মদপায়ীর লাশ উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনার আসল রহস্য জানতে ৬জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত সাপেক্ষে বুঝা যাবে এটি নির্যাতনে হত্যা নাকি অতিরিক্ত মদপানে তার মৃত্যু ঘটেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post