• November 12, 2024

মানিকছড়িতে করিতাস’র উদ্যোগে উপকারভোগী সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের মতবিনিময় সভা

মানিকছড়ি প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস,এগ্রো-ইকোলজি প্রকল্প’র উদ্যোগে ৩০ মে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে প্রকল্পের উপকারভোগীদের মাথে সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মত বিনময় সভা অনুষ্টিত হয়েছে।

সিনিয়র মাঠ সহায়ক পলাশ চাকমা’র সঞ্চালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্প’র মাঠ কর্মকর্তা মো. সোলায়মান। প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ (অ:দ:)। এ সময় উপস্থিত ছিলেন, , মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী, উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল হাসান মজুমদার, বন কর্মকর্তা মো. আনোয়র হোসেন, ভেটেরিনারি সার্জন জনাব ডা.রনি কুমার দে, কার্বারী এসোসিয়েশনের সভাপতি উদ্রাসাই মার্মা, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান,একতা যুব সংঘ’র সাবেক সভাপতি জাকির হোসেন শান্ত, বাজার পরিচালনা কমিটির সভাপতি রুপেন পাল প্রমূখ।

মত বিনিমিয় সভা শেষে নার্সারি ব্যবস্থাপনার জন্য মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়ডলু এলাকার ডেপুয়া পাড়ার মো. জানে আলম’কে এস্প্রে মেশিন ১টি, ঝর্ণা ১টি, রেড লেডি জাতের পেপের বীজ, শিকেছা ১টি ও ৩ কেজি পলি ব্যাগ প্রদান করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post