• December 1, 2024

মানিকছড়িতে কারিতাস’র উদ্যোগে পুকুর পুনঃখনন উদ্বোধন

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলায় কারিতাস প্রকল্পের উপকারভোগী সদস্যের মাঝে পানির চাহিদা ও মাছ চাষ নিশ্চিত করণে পুরাতন পুকুর পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে।

১৭ এপ্রিল উপজেলার দূর্গম জনপদ ভোলাছোলা পাড়ার ১০জন উপকারভোগী সদস্যদের মাঝে ও আশে পাশের কৃষি ভাইবোনদের পানির চাহিদা ও মাছের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে এবং আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এগ্রো-ইকোলজি প্রকল্প,কারিতাস মানিকছড়ির সহায়তায় পতিত পুকুর পুন:খনন করা এবং ১টি ছোট পতিত পুকুর ডলু মুসলিম পাড়ায় পুন:খননের কাজ উদ্বোধন করা হয়েছে।

পতিত পুকুর পুন:খনন কাজের উদ্বোধন করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিলন কৃষ্ণ চাকমা , ইউপি সদস্য ক্যজাই মারমা, পাড়ার কার্বারী কংচাই মারমা প্রকল্পের মাঠ কর্মকর্তা মো.সোলায়মান, মাঠ সহায়ক জীবন্ত তালুকদার এবং পুকুরের উপকারভোগী সদস্যবৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post