• December 27, 2024

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে বীজ বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প সিএইচটি এর উদ্দ্যোগে চাষীদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর উপজেলা সভা কক্ষে ২৩০ জন সদস্যদের মাঝে জৈব কৃষি:মূলা-৪৯.৯৬কেজি, লালশাক-৩৯.৫৬কেজি, টমেটো-৪৮০গ্রাম, তিত করলা-১৭০গ্রাম, বরবটি-১৭.৫কেজি, শসা-১৬০গ্রাম, লাউ-৫০০গ্রাম, মরিচ-১০৯গ্রাম, ধনিয়া-২২.৭৯৫কেজি, বেগুন-২৬০গ্রাম, ঢেড়ঁস-২.৯৫কেজি, পুইঁশাক-৬কেজি, দেশি আলু-১৬৮কেজি, মিষ্টি কুমড়া-৯০গ্রাম,ডাটাঁ শাক-২০০গ্রাম, বাধাঁকপি-২০০গ্রাম,ধান বীজ(ব্রিধান-২৯)-৯৪.৮৪কেজি, ধান বীজ(ব্রিধান-২৮)-৪৫৬কেজি,ধান বীজ(বিআর-১২)-৭৭কেজি,ধান বীজ(ব্রিধান-৫৮)-৫১কেজি, ধান বীজ (ব্রিধান-৩৩)- ১৫৩কেজি। পশুপালন সদস্যদের আর সি সি রিং-২৭টি,কেচোঁ -১৪০৪৬টি,সিমেন্ট -১৯৪ কেজি, নেট ২৮ ফুটকংক্রিট-৭ ফুট। মূলা-১২৯.৫কেজি, টমেটো-৪০০গ্রাম, লালশাক-৩.৫৪কেজি, লাউ-৩২০গ্রাম, নেপিয়ার ঘাসের কাটিং-৩৩৫০টি। ছাগল ২০ট,িশুকর ১ট,ি আপগ্রেড জুম: পলিথিন শিট ২টি, মূলা-৫০০গ্রাম, ঢেঁড়স-৪০০গ্রাম, ধনিয়া- ১কেজি, লালশাক-৫০০গ্রাম, ফরাস সীম-১০০গ্রাম, প্রর্দশনী প্লটের জন্য সাইন বোর্ড-১টি।

২ হাজার টাকা ,বীজ ব্যাংক উপকরণ সহায়তা: কাঠের রেক-১টি, ডিজিটাল স্কেল-১টি, আদ্রতা পরিমাপক যন্ত্র-১টি।) বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post