• July 27, 2024

মানিকছড়িতে কারিতাসের উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরাম’র সভা

 মানিকছড়িতে কারিতাসের উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরাম’র সভা
স্টাফ রিপোর্টার: বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি প্রকল্প-২ এর উদ্যোগে মানিকছড়িতে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরাম’র ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে ১১ ঘটিকায় কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প কার্যালয় ফোরামের সভাপতি মংশেপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলার দুপ্রক সভাপতি ও সাবেক তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আতাউল ইসলাম। এ সময় রানী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, ইউপি সদস্য শাহানাজ পারভীন, মানিকছড়ি উপজেলা   মসজিদ’র খতিব মো. মুছা, কার্বারি ক্যজাই মারমা, মংসাথুই মারমা, হেডম্যান প্রতিনিধি মংখই মারমা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ দুজন এনজিও প্রতিনিধি, ইউনিয় পর্যায়ে এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের দুজন উপকারভোগী সদস্য, ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস উউপস্থিত ছিলেন।
ফোরামের সাধারণ সম্পাদক রাচাই মারমা বিগত সভার রেজুলেশন ও সিদ্বান্ত সমূহ পাঠ উপস্থাপন করেন। এছাড়াও ইউনিয়নের পাড়া পর্যায়ের বিভিন্ন সমস্যা ও অগ্রগতির সম্ভাবনা তুলে ধরেন তিনি।
ফোরামে জানানো হয়, উপজেলার তিনটি ইউনিয়নে ২৬টি পাড়া পর্যায়ে কারিতাস প্রত্যন্তঞ্চলের পিছিয়ে পড়া প্রায় সাড়ে ৭শ  উপকারভোগী সদস্যের জীবন মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। এছাড়াও কৃষকদের জৈব পদ্বতিতে ও জৈবিক উপায়ে চাষাবাদের জন্য সহযোগীতা প্রদানের আহব্বান করা হয়। সেই সাথে এলাকায় স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন ও পানি সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post