• October 7, 2024

মানিকছড়িতে কারিতাসের এগ্রো-ইকোলজি ফোরামের সভা

স্টাফ রিপোর্টার: কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে জলবায়ু পরিবর্তনে পরিবেশ বান্ধব কৃষি চর্চার উন্নয়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে গঠিত এগ্রো-ইকোলজি ফোরামের ২য় সভা গত ৬ জুন মানিকছড়িতে অনুষ্টিত হয়েছে।

কারিতাসের উপজেলার মাঠ কর্মকর্তা মো. সোলাইয় মান এর সঞ্চালনায় এবং উপজেলা কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা।

এগ্রো-ইকোলজি ফোরামের সদস্য ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, কার্বারী এসোসিয়েশনের সভাপতি উদ্রাচাই কার্বারী, প্রেস ক্লাব প্রতিনিধি আবদুল মান্নান, একতা যুব সংঘের সাবেক সভাপতি মো. জাকির হোসেন শান্তসহ এনজিও প্রতিনিধি, মৎস্য কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রতিনিধিরা সভায় উপস্থিত থেকে এগ্রো-ইকোলজি ফোরামের কর্মপরিকল্পনা বাস্তবায়নে পরামর্শ প্রদান করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post