মানিকছড়িতে কারিতাসের সুবিধাভোগীর মাঝে প্রশিক্ষণ
মানিকছড়ি প্রতিনিধি: কারিতাস পেপ সিএইচটি-প্রকল্প এর উদ্দ্যোগে মানিকছড়ি উপজেলার বিভিন্ন পাড়া ও উপজেলা পর্যায়ে এগ্রো ইকোলজি বিষয়ক প্রশিক্ষণ চলছে।
১২ মার্চ সকাল ৯টায় কারিতাস মানিরকছড়ির পেপ সিএইচটি প্রকল্পে ২৫জন (জৈব কৃষি সদস্য) উপকারভোগীদের মাঝে এগ্রো ইকোলজি বিষয়ক দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্টিত হয়। কারিকাস উপজেলায় মাঠ কর্মকর্তা মো.সোলায়মান এরসভাপতিত্বে অনুষ্টিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা নাজিমুল ইসলাম মজুমদার।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কারিতাসের সিনিয়র মাঠ সহায়ক পলাশ চাকমা, রিন্টু চাকমাসহ বিভিন্ন পাড়া থেকে আগত জৈব কৃষি উপকারভোগী কৃষাণ-কৃষানীরা। উক্ত প্রশিক্ষণে এগ্রো ইকোলজি বিষয়ে ধারণা পান এবং বক্তারা বলেন বিষমুক্ত সবজি উৎপাদন,কেঁচো সার উৎপাদন এর বিকল্প নেই। বিভিন্ন ধানের রোগ ও প্রতিকার সর্ম্পকে, জৈব দ্রবণ প্রস্তুতি ও ব্যবহার,আইপিএম, মালচিং প্রদান, আদা ও হলুদ বালি দিয়ে গর্ত পদ্ধতিতে বীজ সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।