মানিকছড়িতে কারিতাস’র উদ্যোগে সবজি বীজ ও চারা বিতরণ
মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলা বেসরকারী উন্নয়ন সংস্থা পেপ সিএইচটি প্রকল্প,কারিতাস এর উদ্যোগে ১০ জুম চাষীর মাঝে বিভিন্ন প্রজাতির সবজি বীজ ও পেঁপের চারা বিতরণ করা হয়েছে।
১৭ এপ্রিল উপজেলার দূরছড়ি গ্রামের ১০জন জুম চাষীর মধ্যে বিভিন্ন প্রজাতির সবজি বীজ ( চড়ই ধান, বিন্নি ধান (বান্দর নক বিন্নি), ঝুম ভূট্টা, পুজি, কাউন, তিল সাদা, মারিচ, ধনিয়া, বেগুন, সাবারাং, মারফা, জুম কুমড়া, টকপাতা, জুম সীম, মিষ্টি কুমড়া, মেয়ে শাক, ঢ়েডস, অড়হড়, সুবি ধান, করইম সীম, পুঁইশাক, তিল কালো, বিন্নি ধান ( হরিণ বিন্না),ওজন শাক, নারা সীম) এবং দেশীয় প্রজাতির পেঁপের চারা বিতরণ করা হয়েছে।
উক্ত বীজ বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রকল্পের মাঠ কর্মকর্তা মো.সোলায়মান, সিনিয়র মাঠ সহায়ক পলাশ চাকমা, মাঠ সহায়ক রিন্টু চাকমা।