• July 27, 2024

মানিকছড়িতে কারিতাস কাবিদাং এগ্রো ইকোলজি প্রকল্প’র উদ্যোগে মাঠ দিবস উদযাপন

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়িতে কারিতাস কাবিদাং এগ্রো ইকোলজি প্রকল্প’র উদ্যোগে চেংগুছড়া এলাকার প্রদর্শনী প্লটে জৈব কৃষি প্রযুক্তির উপর মাঠ দিবস-২০২০ উদযাপন করা হয়।

১৯ ডিসেম্বর শনিবার চেংগুছড়া এলাকার প্রদর্শনী প্লটে ১৯ জন উপকারভোগী ও ৬ জন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জৈব কৃষি প্রযুক্তির উপর মাঠ দিবস-২০২০ উদযাপন করা হয়েছে।

এ সময় কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, কাবিদাং সার্পোটিং স্টাপ রাম্প্রু মারমা, মাঠ সহায়ক আবাইশি মারমা উপস্থিত ছিলেন।

প্রদর্শনী প্লটে আধুনিক বিভিন্ন জৈব প্রযুক্তির উপর বিস্তারিত ভাবে আলোচনা করেন প্রকল্পের মাঠ কর্মকর্তা। এ ছাড়াও সবাইকে বিষ ও রাসায়নিক সার ব্যবহার পরিহার করে জৈব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে চাষাবাদ করারও আহ্বান জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post