মানিকছড়িতে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয় প্রশিক্ষণ

মানিকছড়িতে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয় প্রশিক্ষণ

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: ১০ জুন শনিবার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীন উপজেলা মৎস্য দপ্তর

মানিকছড়িতে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের আর্থিক সহায়তা
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন যারা
দীঘিনালায় প্রশাসনের সাথে মাঠে রোভার স্কাউট
মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: ১০ জুন শনিবার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীন উপজেলা মৎস্য দপ্তর, মানিকছড়ির মৎস্য অধিদপ্তরের  আয়োজনে ২০ জন মৎস্য চাষীকে নিয়ে ০৩( তিন) দিন ব্যাপী কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক  প্রশিক্ষণ শুরু হয়েছে।
এসময় ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা সঞ্চালনায় ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো, জয়নাল আবেদীন,
সম্প্রসারিত বক্তা ও প্রশিক্ষক ছিলেন খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. আরিফ হোসেন,  তিনদিনব্যাপি মৎস্য চাষ প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সহকারী পরিচালক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পে প্রশিক্ষক হিসাবে শরৎ কুমার ত্রিপুরা প্রমূখ।