মানিকছড়িতে কোভিড-১৯ মোকাবেলায় জনসচেতনতামূলক সভা

মানিকছড়িতে কোভিড-১৯ মোকাবেলায় জনসচেতনতামূলক সভা

মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: কোভিড-১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপণ,যোগাযোগ সম্পৃক্তকরণ, টিকা বার্তা ও যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় খাগড়াছড়ির ম

গুইমারা রিজিয়ন কমান্ডার গরীব ও দুস্থ্যদের মাঝে কুরবানীর গোশত ও ঈদ সামগ্রি বিতরণ করলেন
মানিকছড়িতে তামাক চাষিদের বিকল্প জীবিকায়ন সৃষ্টিতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ
মানিকছড়িতে রাধা মদন গোপাল সেবাশ্রমে অষ্ট প্রহরব্যাপী মহোৎসব শুরু

মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: কোভিড-১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপণ,যোগাযোগ সম্পৃক্তকরণ, টিকা বার্তা ও যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় টাউন হল সভা অনুষ্টিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্টিত টাউন হল সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস।

উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. ওসমান গণি’র সঞ্চালনায় সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, পরিবার পরিকল্পনা দপ্তরের মাঠকর্মীদের উপস্থিততে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন, আয়োজক সংস্থা প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নেছারুল ইসলাম নাজমুল, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কৃপাণী চাকমা, সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মকর্তা মো. আবদুল মান্নান পাটোয়ারী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমূখ।