মানিকছড়ি প্রতিনিধি: কৃষি মন্ত্রণালয়ের ২০২২-২৩ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খাগড়াছড়ির মানিকছড়িতে আমন উফশী (উচ্চ ফলনশীল) জাতের ধানের বীজ ও রাসা
মানিকছড়ি প্রতিনিধি: কৃষি মন্ত্রণালয়ের ২০২২-২৩ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খাগড়াছড়ির মানিকছড়িতে আমন উফশী (উচ্চ ফলনশীল) জাতের ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
১৯ জুন সোমবার সকাল সাড়ে ১০টা মানিকছড়ি কৃষি অফিস চত্বরে উপজেলার চার ইউনিয়নের মোট ৩৫০ জন কৃষক-কৃষাণীদের মাঝে কৃষক প্রণোদনা বিতরণ করা হয়। সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহিউদ্দিন আহম্মদ সহ বিভিন্ন ব্লগের সহকারী কৃষি কর্মকর্তাগণ।
প্রণোদনা প্যাকেজ হিসেবে ৫ কেজি আমন উফশী ধানের বীজ , ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। প্রণোদনা বিতরণের পূর্বে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি সম্প্রারণ কর্মকর্তা। এসময় বক্তারা কৃষকদের মঙ্গলের জন্য বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচি গ্রহন ও বাস্তবায়ন সম্পর্কে অবহিত করেন।