• February 18, 2025

মানিকছড়িতে গম ও ভুট্টা চাষের উপর দিনব্যাপী প্রশিক্ষণ

মানিকছড়ি প্রতিনিধি: আঞ্চলিক বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনষ্টিটিউট, গাজীপুর এর আয়োজনে ও কারিতাস বাংলাদেশ এর সার্বিক সহযোগীতায় মানিকছড়ি উপজেলা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প’র ১০ জন ভুট্টা উপকারভোগী ও ১৫ জন গমচাষ উপকারভোগীদের নিয়ে দিনব্যাপী অপ্রচলিত এলাকায় গমের নতুন জাত প্রদর্শনীর উপর-কৃষক ও সংশ্লিষ্ঠদের প্রশিক্ষণ-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্মেলন কক্ষে জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরহাদ আজীম (রিচার্স, রিপোটিং ও মনিটরিং) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আঞ্চলিক বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনষ্টিটিউট এর প্রধান বৈজ্ঞানীক কর্মকর্তা ডা. গোলাম ফারুক। এছাড়াও সহকারী প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ আহ্সান আলী, কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, সিনিয়র মাঠ সহায়ক পলাশ চাকমা, মাঠ সহায়ক জীবন্ত তালুকদার প্রমূখ।

প্রশিক্ষণে ভুট্টা ও গম চাষের উপর মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রশিক্ষণসহ চাষাবাদের যাবতীয় বিষয়সমূহ প্রশিক্ষণার্থীদের হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে উপকারভোগীদের মাঝে ভুট্টা ও গমের বীজ (কীট) বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post