মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি তিনটহরী ইউনিয়ন তিনটহরী গুচ্ছগ্রাম সেলিনা বেগম (৫৫) দুপুর ২টায় বাড়ীর পাশে আম গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ ও স্থানীয় মেম্বার জাহাঙ্গীর হোসেন জানান, অবসরপ্রাপ্ত আনসার সদস্য আব্দুল করিম ও তার স্ত্রীর নিহত সেলিনা বেগমের সাথে পারিবারিক সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে ঝামেলা চলছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাগের বসে আত্মহত্যা করেন।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি আনছারুল করিম ঘটনাস্থল পরির্দশ করে লাশ উদ্ধার করে বলেন অভিমানের নিহত ব্যক্তি আত্মহত্যা করেন বলে ধারনা। প্রাথমিক ভাবে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান।