মানিকছড়িতে গাছ থেকে পরে যুবকের মৃত্যু
আলমগীর হোসেন: খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে গোরখানা এলাকায় শনিবার দুপুর ১২টায় খেজুর গাছ ছুলতে গিয়ে ৩নং যোগ্যাছোলা ইউপির ফকিরটিলার বাসিন্ধা হারুন মিয়ার বড় ছেলে আলী আজম(৩৫) ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা জানান নিহত ব্যাক্তি পেশায় একজন গাছি (খেজুর গাছ ছিলতো) ধারনা করা হচ্ছে গাছ থেকে পরে নিহত ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার তৈয়ব আলী জানান আমি মৃত্যুর ঘটনা শুনেছি ঘটনাস্থল আমার এলাকায় না আমি থানায় সংবাদ দিয়েছি পুলিশ ঘটনাস্থলে আছেন। মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবদুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাটি কি ভাবে ঘটছে তদন্ত করা হচ্ছে।