মানিকছড়িতে গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভারের মৃত্যু

মানিকছড়িতে গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভারের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার পান্নাবিল( রাজার বাউন্তি) এলাকায় নচিমন গাড়ী নিয়ন্ত্রণ হাড়িয়ে ডাইবার মোঃ হেলাল (৩৮) মৃত্যু হয়েছে। ২৯ নভেম্বর মঙ

পানছড়িতে রস্ক প্রকল্পের কর্মশালা
লক্ষ্মীছড়ি কুশিনগর বনবিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান সম্পন্ন
মানিকছড়িতে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প সমন্বয় সভা অনুষ্টিত

খাগড়াছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার পান্নাবিল( রাজার বাউন্তি) এলাকায় নচিমন গাড়ী নিয়ন্ত্রণ হাড়িয়ে ডাইবার মোঃ হেলাল (৩৮) মৃত্যু হয়েছে।

২৯ নভেম্বর মঙ্গলবার সন্ধায় ৭টায় এইঘটনা ঘটে। জানাযায় নচিমন করে ফটিকছড়ি থেকে টাইস নিয়ে মানিকছড়ির বাটনাতলীর উদ্দেশে রওনা হন। মানিকছড়ি- বাটনাতলীর মাঝ পথে নচিমন গাড়ী নিয়ন্ত্রণ হাড়িয়ে ঘটনাস্থলে ডাইবারের মৃত্যু হয়।

গাড়ীর সাথে থাকা মোঃ ইলিয়াছ(৩৪) পিতা- আবুল বাশর। সাং,- সুন্দরপুর। ৮ নং ওয়াড, ফটিকছড়ি, আরাপাত(১৬) পিতা- মোবারক, সাং গোয়ালগাট, ফটিকছড়ি। আহত দুইজনে জানান কিছু বুঝে উটার আগে গাড়ীটি নিয়ন্ত্রণ হাড়িয়ে যায়, আমরা লাপদিয়ে অন্যদিকেরপড়ে যাই।

মৃত ব্যক্তিঃ হেলাল (৩২) পিতা- জহুর মিয়া, মাতা- সাফিয়া বেগম,। সাং সুন্দরপুর, ৭ নং ওয়াড,ফটিকছড়ি। ঘটনাস্থল থেকে নিহত কে মানিকছড়ি হাসপাতাল আনা হলে কর্তব্যরত ডাক্তার মোঃ মহিউদ্দিন জানান ঘটনাস্থল সে মারা যায়।

ডিউটি অফিসার এস.আই. আশিক জানান ঘটনা শুনে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার সহ আহত দুই জনকে মানিকছড়ি হাসপাতাল আনা হয়।