• July 27, 2024

মানিকছড়িতে গৌতমী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা

 মানিকছড়িতে গৌতমী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:  খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রতিষ্ঠিত আর্থিক সঞ্চয়ী ও সামাজিক উন্নয়নমূলক সংস্থা “গৌতমী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড”র ৭ম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, ‘পাহাড়ে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে স্থায়ীয় সমবায় সংস্থাগুলো। তাই সকলকে সমবায়ী সংগঠনে সম্পৃক্ত হয়ে সঞ্চয়ের মাধ্যমে নিজেদের ভাগ্যোন্নয়নে সম্পৃক্ত হতে হবে। ফলে দূর্দিনে অর্থনৈতিক সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সঞ্চয়’।

 ১৯ মে শুক্রবার সকাল সাড়ে ১০টায় মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজ মাঠে ‘গৌতমী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’র ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংস্থাটির চেয়ারম্যান ছিংলাপ্রু মারমার সভাপতিত্বে ও ব্যবস্থাপক গীতা চাকমার স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, রেম্রাচাই চৌধুরী, হিরণ জয় ত্রিপুরা, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, জেলা সমবায় কর্মকর্তা আশিষ কুমার দাশ, মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মংচাইঞো মারমা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আইয়ুবুর রহমান ও মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখবে এ ধরনের সমবায়ী সংগঠনগুলো। তাই সকলকে সমবায়ী সংগঠনে সম্পৃক্ত হয়ে সঞ্চয়ের মাধ্যমে নিজেদের ভাগ্যোন্নয়ন সম্ভব। মনে রাখতে হবে সঞ্চয় বিপদ-আপদে অক্সিজেন হিসেবে প্রাণ রক্ষা করে। পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকারের নানামূখী কার্যক্রমের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, আ.লীগ সরকার পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রেখে উন্নয়নের সুযোগ দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। এর আগে মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রী কলেজ সংলগ্নে সংস্থার স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অতিথিরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post